সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ অপরাহ্ন

পচারিয়া হাইস্কুলের নৈশ্য প্রহরী দুর্বৃত্তদের হামলায় আহত

পচারিয়া হাইস্কুলের নৈশ্য প্রহরী দুর্বৃত্তদের হামলায় আহত

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের পচারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোমেনা বেগমের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার কারণে শিক্ষক-কর্মচারীরা তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। উক্ত অভিযোগের সাথে একাত্মতা প্রকাশ করায় বিদ্যালয়ের নৈশ্য প্রহরী দুলু মিয়া স্কুলকক্ষে রাতে ডিউটিরত অবস্থায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর প্রতিদিনের ন্যায় দুলু মিয়া রাতে বিদ্যালয়ের একটি কক্ষে থেকে ডিউটি করে। এক সময় তিনি ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দুলু মিয়া গুরুতর আহত হয়। তার ভাই শহিদুল ইসলাম বলেন, ঘুমন্ত অবস্থায় আমার ভাইকে হামলা করে দুর্বৃত্তরা তাকে রক্তাক্ত জখম করে- তার বালিশ ও বিছানা রক্তমাখা ছিল। পরের দিন সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে আমাদেরকে জানালে সেখানে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোমেনা বেগমের নিকট মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, আমি উপজেলা নির্বাহী অফিসারের কাছে এসেছি-বিষয়টি নিয়ে তাঁর সাথে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া জানান, বিষয়টি আমি জেনেছি-দ্রুত তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com