মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ঃ নারী নির্যাতন প্রতিরোধ দিবস (ইয়াসমিন হত্যা দিবস) উপলক্ষে গতকাল বাংলাদেশ নারী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোড গানাসাস মার্কেটের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাড. ফরিদা ইয়াসমিন নাচি, লেখক ও সংগঠক নাসরিন সুলতানা রেখা, প্রভাষক হালিমা খাতুন, পারুল বেগম, বিপ্লবী ছাত্র আন্দোলনের সংগঠক রুদ্রনীল প্রমূখ।