শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

নানা নাটকীয়তার পর অবশেষে গোবিন্দগঞ্জে বিএনপি নেতা সাবুর বিরুদ্ধে মামলা

নানা নাটকীয়তার পর অবশেষে গোবিন্দগঞ্জে বিএনপি নেতা সাবুর বিরুদ্ধে মামলা

গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গোবিন্দগঞ্জের ফাঁসিতলায় নিজস্ব গুদামে মজুদকৃত খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা (৫.৮ মেট্রিক টন) চাল উদ্ধারের ঘটনায় নানা নাটকীয়তার পর অবশেষে থানায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলার কামারদহ ইউনিয়নের গ্রাম পুলিশ (চৌকিদার) সুকুমার রবিদাস বাদি হয়ে গ্রেপ্তারকৃত বিএনপি নেতা সাহাবুল ইসলাম সাবুর বিরুদ্ধে গত বুধবার সন্ধ্যার আগে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এদিকে, গত মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার হয়ে ৩০ ঘন্টা থানা হেফাজতে থাকার পর সাবুর বিরুদ্ধে মামলা হয়েছে। এ কথা জানার পরপরই তিনি হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
বিএনপি নেতা সাবু গ্রেপ্তার হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও থানায় মামলা দায়েরে বিলম্ব হওয়ার কারন জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, চাল উদ্ধার ও আটকের ঘটনায় উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের পক্ষ থেকে থানায় মামলা দেওয়ার কথা ছিল। কিন্ত গত বুধবার দুপুর পর্যন্ত তাদের কেউই থানায় লিখিত অভিযোগ দেয়নি। পরে উপজেলা নির্বাহি অফিসারের নির্দেশে কামারদহ ইউনিয়নের গ্রাম পুলিশ সুকুমার রবিদাস থানায় লিখিত এজাহার দিলে তা মামলা হিসেবে রুজু করা হয়- যার মামলা নং- ১৫/২০২৫। হাসপাতালে পুলিশ পাহাড়ায় থাকা আসামী সাহাবুল ইসলাম সাবু সুস্থ হয়ে উঠলে তাকে আদালতে হাজির করা হবে বলেও তিনি জানান। চাল উদ্ধারের ঘটনায় এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গ্রেপ্তারকৃত সাবুর বিরুদ্ধে কি কারনে মামলা নেয়া হলো না- সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দেয়, দিনভর চলে নানা আলোচনা-সমালোচনা। এর আগে সংগঠনবিরোধী কাজের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে সাহাবুল ইসলাম সাবুকে কামারদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বুধবার সকালে জেলা বিএনপির সভাপতি ডাঃ মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com