মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

নাতি ও নাত বউ আটকঃ সুন্দরগঞ্জে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা

নাতি ও নাত বউ আটকঃ সুন্দরগঞ্জে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জে দাদাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠছে নাতি আলম মিয়া ও তার স্ত্রী রেখা বেগমের বিরুদ্ধে। গতকাল রোববার রাত ১১টায় উপজেলার মনমথ কাঠগড়া গ্রামে ঘটনা ঘটে। আলম মিয়া ও রেখা বেগমকে আটক করেছে পুলিশ। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আব্দুল খালেক ভোলা (৭০) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ কাঠগড়া গ্রামের মৃত আছর প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ওই পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। মাঝেমধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলত। তারই ধারাবাহিকতায় গত রোববার রাতে দাদা ও নাতির পরিবারের মধ্যে বাগ্বিত-া হয়। এরই একপর্যায়ে নাতি আলম মিয়া ও তাঁর স্ত্রী রেখা বেগমের লাঠির আঘাতে আব্দুল খালেক ভোলা মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
সুন্দরগঞ্জ থানার ওসি সেলিম রেজা বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com