বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৯:২৭ অপরাহ্ন

নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন শুরু

নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন শুরু

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার প্রাচীনতম নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ১১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে পাঁচদিনব্যাপী এক উৎসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল রোববার সকালে নিজস্ব কার্যালয় চত্বরে উদ্বোধনী দিনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, শহরে আনন্দ শোভাযাত্রা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং নাটক ‘প্রাগৈতিহাসিক’ পরিবেশন করা হয় তুলসী লাহিড়ী মঞ্চে।
এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার কার্যকরি সভাপতি আমিনুল ইসলাম গোলাপ, উপদেষ্টা আবু বকর সিদ্দিক, সাধারণ স¤পাদক দেবাশীষ দাস দিপু প্রমুখ।
অন্যান্যদিনের কর্মসূচির মধ্যে রয়েছে গীতি নাট্য ‘তিস্তা পাড়ের কন্যা’ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ১৭ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান। এতে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ, সনদপত্র বিতরণ করা হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com