বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
নলডাঙ্গা (সাদুল্লাপুর ) প্রতিনিধিঃ প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থীদের ঝড়েপড়া রোধকরণসহ তাদের লেখাপড়ায় উদ্ধুদ্ধকরণে শিক্ষকদের পাশাপাশি বাবা মায়ের ভূমিকা গুরুত্ব অপরিসীম। বিশেষ করে একজন দায়িত্বশীল মায়ের জোরালো প্রচেষ্টায় তার ছেলে-মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে অভিভাবক ও মা সমাবেশ গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। এ সমাবেশে সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খাইরুল ইসলাম।
অনুষ্ঠিত সমাবেশে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোর্শেদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সম্ভু চরন দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নলডাঙ্গা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান সরকার।
বক্তব্য রাখেন শিক্ষক রবিউল ইসলাম, নাদিরা বেগম, জাহাঙ্গীর আলম সাংবাদিক শহিদুল ইসলাম শাহিন।