রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

নলডাঙ্গা পারফেক্ট কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত সনদপত্র বিতরণ

নলডাঙ্গা পারফেক্ট কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত সনদপত্র বিতরণ

নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধি: সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা পারফেক্ট কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বেসরকারী বৃত্তি প্রকল্পের আওতায় বৃত্তিপ্রাপ্ত অর্ধ শতাধিক শিক্ষার্থীদের মাঝে ওই বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট, সনদ বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোজাম্মেল হক মিলনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামসুল হাছান ছামসুল, সদস্য সচিব আব্দুছ ছালাম মিয়া, নলডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওমর ফারুক, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন সরকার, নলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক মোশারফ হোসেন।
এছাড়া ওই স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রেজাউন্নবী লেবুর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা কৃষক দলের সভাপতি শফিউজ্জামান,নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ,খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান পাটোয়ারী প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com