বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

নলডাঙ্গার হাট বাজারে পিরানহা মাছ অবাধে বেচাকেনা হচ্ছে

নলডাঙ্গার হাট বাজারে পিরানহা মাছ অবাধে বেচাকেনা হচ্ছে

নলডাঙ্গা (সাদুল্লাপুর ) প্রতিনিধিঃ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরবতায় আর নজরদারী না থাকায় সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন হাট বাজারগুলোতে অবাধে বিক্রি হচ্ছে সরকার নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান জাতের মাগুর মাছ।
সরকার ক্ষতিকারক ও রাক্ষুসে প্রজাতির এসব মাছ চাষাবাদ, উৎপাদন ও বেচাকেনায় নিষেধাজ্ঞা আরোপ করলেও স্থানীয় কিছু সংখ্যক মাছ ব্যবসায়ীরা তা অমান্য করে প্রকাশ্যে এসব মাছের কৃত্রিম নাম সামুদ্রিক রূপচাঁদা ও হাইব্রিড মাগুর মাছ বলে দেদারচ্ছে বেচাকেনা করছেন।
গত বুধবার দুপুরে উপজেলার নলডাঙ্গা হাটের মাছের আঁড়তে গিয়ে দেখা যায়, পিকআপ যোগে আসা দেশীয় মাছের পাশাপাশি তরতাজা পিরানহা ও আফ্রিকান মাগুর মাছের খুচরা ও পাইকারী বেচাকেনার দৃশ্য। এসময় খুচরা মাছ ব্যবসায়ীরা এসব মাছ কিনতে আঁড়তে হুমড়ি খেয়ে পড়ছেন।
মাছ ব্যবসায়ীদের ভাষ্য সব জায়গায় এসব মাছ বিক্রি হয়। আমরা বিক্রি করলে দোষ কি।
স্থানীয়রা জানান, পিরানহা মাছ ক্ষতিকারক হলেও এ নিয়ে জনসচেতনা না থাকায় সহসায় হাতের নাগালে পাওয়ায় অনেকেই এসব মাছ কিনছেন। তবে এ এলাকায় এসব মাছের চাষাবাদ না হলেও দক্ষিনাঞ্চলের জেলাগুলোতে গোপনে এসব মাছের চাষ করা হচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com