সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় ইট বোঝাই অবৈধ মাহেন্দ্র ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এনামুল (২০) হক নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
গতকাল শুক্রবার উপজেলার নলডাঙ্গা বাজার- রহমতপুর বাজার পাকা সড়কের শ্রীরামপুর মিয়ার বাজার মরহুম সাবেক চেয়ারম্যান দুলা মিয়ার বাড়ির সন্নিকটে এঘটনাটি ঘটে। ঘাতক ট্রাক্টরটি স্থানীয় জনতা আটক করে ইমাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় দেয়।
নিহত এনামুল রংপুর মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত বাবু শেখ। তিনি পেশায় একজন রড মিস্ত্রি। নিহতের নানী জানান, ছোটবেলায় নিহত এনামুলের বাবা মা মারা যায়। এরপর আমি তাকে লালন পালন করি।
এখবর পেয়ে সাদুল্লাপর থানার উপপরিদর্শক সুকুমার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে এনামুলের মরদেহ উদ্ধার করে। পরে থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকারের উপস্থিতিতে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়।