শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

নলডাঙ্গায় রেললাইনে বেঁধে একব্যক্তিকে হত্যার চেষ্টা ঘটনার দশদিনেও কোন ক্লু উদঘাটন না হওয়ায় জনমনে নানা প্রশ্ন

নলডাঙ্গায় রেললাইনে বেঁধে একব্যক্তিকে হত্যার চেষ্টা ঘটনার দশদিনেও কোন ক্লু উদঘাটন না হওয়ায় জনমনে নানা প্রশ্ন

নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধি ঃ বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের আওতাধীন সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা-বামনডাঙ্গা রেলওয়ে রুটের মধ্যবর্তী স্থানে মুকিত নামের একব্যক্তিকে রেল লাইনের সাথে রশি দিয়ে হাত, পা মুখ বেঁধে হত্যার চেষ্টার ঘটনাটির রহস্য গত ১০ দিনেও উম্মোচিত না হওয়ায় গোটা এলাকায় এনিয়ে নানা গুঞ্জন চলছে।
নলডাঙ্গাসহ আশেপাশের এলাকায় অভূতপূর্ব এঘটনাটি বেশ চাউর হলেও অদ্যবধি কোন আইনী ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এনিয়ে গত কয়েকদিন ধরে সর্বত্রই চলছে নানা আলোচনা সমালোচনার ঝড়।
গত বৃহস্পতিবার সকাল ১১টায় তথ্যানুন্ধানে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গত ৭ এপ্রিল রাতে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর আন্তনগর ট্রেনে কাটা পড়ে মুকিতের মৃত্যু হয়েছে এমন উদ্দেশ্য তার হাত, পা ও মুখ লাইলনের সাদা চিকন রশি দিয়ে রেললাইনে বেঁধে রাখা হয়।এরইমধ্যে ফয়জার রহমান নামের জনৈক পথচারী মুকিতকে রেললাইনের সাথে বাধা দেখতে পান।
তিনি জানান, আমি নলডাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে ওই ব্যক্তিকে রেললাইনে বাধা অবস্থায় দেখতে পাই। পরে তাকে ট্রেনে কাটা পড়া থেকে দ্রুত রক্ষা করি। তিনি আরো জানান,এর ৫-৭ মিনিট পরেই রংপুর আন্তনগর ট্রেনটি পাড় হয়ে যায়। এতে অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। কিন্তু এঘটনাটি অনেকেই রহস্যজনক বলে মনে করছেন। স্থানীয় অনেকের ভাষ্য, তাকে হত্যার উদ্দেশ্যে রশি দিয়ে হাত,পা ও মুখ বাধা হলেও তার শরীরে কোথাও কোন আঘাতের কিংবা রশিতে বাধা এমন চিহ্ন দেখা যায়নি।এমনকি এঘটনায় মুকিত পরিবারের পক্ষ থেকে কোন আইনগত ব্যবস্থা না নেওয়ার কারণ কি? এমন প্রশ্ন তুলছেন অনেকেই।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com