রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

নলডাঙ্গায় ভাই ভাতিজাদের ছুরিকাঘাতে চাচা খুন

নলডাঙ্গায় ভাই ভাতিজাদের ছুরিকাঘাতে চাচা খুন

নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধি: সাদুল্লাপুর উপজেলায় পারিবারিক ও বসতভিটার বিরোধকে কেন্দ্র করে ভাই ভাতিজারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে চাচা রাধানাথ (৫৮) কে খুন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের রায়পাড়ায় এ ঘটনাটি ঘটে।
নিহত রাধানাথ ওই গ্রামের মৃত কার্ত্তিক চন্দ্র দাসের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান,বড় ভাই নৃপেন চন্দ্র দাস ওরফে খলসা ও নিহত ছোট ভাই রাধানাথ পৈত্রিকসুত্রে প্রাপ্ত বসতভিটায় পাশাপাশি বসবাস করেন। এ কারনে বসতবিটার ভাগাভাগি ও সীমানা নিয়ে বড় ভাই নৃপেন চন্দ্র দাস খলসা ও তার দুইছেলে শঙ্খরাজ ওরফে ঠাকুর এবং সত্যন্দ্রনাথের সাথে নিহত রাধানাথের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরইজের ধরে ঘটনার আগের দিন বড় ভাই খলসা বাড়ির সীমানা ঘেঁষে টয়লেট স্থাপন করতে যান।
এসময় নিহত রাধানাথ টয়লেট স্থাপনে বাধা দিলে দুই ভাইয়ের মধ্যে তুমুল বাগবিতন্ডা হয়। খলসার বড় ছেলে শঙ্খরাজ ঠাকুর দীর্ঘদিন থেকে বগুড়ায় থাকেন। তিনি ঘটনার বিষয়টি জানতে পেরে ওইদিন রাতে বাড়িতে ছুটে আসেন। ঘটনারদিন গতকাল শুক্রবার রাধানাথ বাড়ির সামনে ছাগলকে ঘাস খাওয়াতে যায়।এরইমধ্যে ভাই খলিসা ও তার দুই ছেলে শঙ্খরাজ ঠাকুর ও সত্যন্দ্রনাথ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ীভাবে কুপিয়ে রাধানাথকে রক্তাত্ত জখম করে।এমতবস্থায় রাধানাথের প্রাণফাটা চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাধানাথকে মৃত ঘোষনা করেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com