মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

নলডাঙ্গায় ছেলের লাঠিপেটায় বাবা রক্তাত্ত জখম

নলডাঙ্গায় ছেলের লাঠিপেটায় বাবা রক্তাত্ত জখম

নলডাঙ্গা (সাদুল্লাপুর ) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় ছেলের সামনে মাকে মারধর করায় বাবা আলমগীর হোসেন (৫০)কে পিটিয়ে রক্তাত্ত জখম করেছে ছেলে মনির।
গত শুক্রবার দুপুরে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা সিএনজি স্ট্যান্ড সংলগ্ন বাবা আলমগীর হোসেনের দোকানের সামনে এঘটনাটি ঘটে। আলমগীর হোসেন পেশায় একজন দর্জি।
তিনি উপজেলার কামারপাড়া ইউনিয়নের উত্তর হাটবামুনী গ্রামের মৃত বাকি মিস্ত্রির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার দিন দুপুরে আলমগীর হোসেনের স্ত্রী মেয়েসহ ছেলে মনির হোসেন তার দোকানে আসেন। সেখানে তাদের সাংসারিক বিষয়ে আলোচনাকালে হঠাৎ স্ত্রীর সাথে আলমগীর হোসেনের বাগবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে স্বামী আলমগীর উত্তেজিত হয়ে ছেলে মনির হোসেনের সামনে তার মায়ের গালে একটি থাপ্পর দেন।
এঘটনায় ছেলে মনির চরমভাবে ক্ষুব্ধ হয়ে বাবা আলমগীরকে লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাত্ত জখম করেন। পরে উপস্থিত লোকজন আলমগীরকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। ঘটনার বিষয়ে জানতে আলমগীর হোসেন সত্যতা স্বীকার করেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com