মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মাটি বহনকারী তিন ট্রাক্টটর চালকের জরিমানা করা হয়েছে। এছাড়া অপরটির বালু উত্তোলনের ব্যবহূত সরজ্ঞামীদি বিকল করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গত রোববার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর মিয়ার বাজার সংলগ্ন চুলিঘাট ও একই ইউনিয়নের পশ্চিম খামার দশলিয়া ইটভাটা সংলগ্ন কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় এ অভিযান চালানো হয়। এসময় শ্রীরামপুর চুলি ঘাটে থেকে বালু বহনকারী তিন ট্রাক্টর চালকের ১ লক্ষ টাকা জরিমানা ও খামার দশলিয়ার ইটভাটা সংলগ্ন স্থান হতে বালু উত্তোলনের সরজ্ঞামাদী গুড়িয়ে দেয়া হয়েছে।
সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জসিম উদ্দিন থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করেন। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র এই দুটি স্পট থেকে নির্বিঘেœ বালু উত্তোলন করে আসছেন। গোপন সংবাদের ভিক্তিতে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ২০১০ এর বালুমহাল ও মাটি ব্যবস্থাপন আইনে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেয়া হয়েছে। তবে ওই সময় বালু উত্তোলনকারিচক্র পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে বিভিন্ন সুত্রে জানা গেছে, শ্রীরামপুর চুলিঘাট থেকে আইন প্রয়োগকারী সংস্থাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে স্থানীয়ভাবে প্রভাবশালী ও আওয়ামীলীগ নেতা দুলা বিদেশীর পৃষ্টপোষকতায় দীর্ঘ কয়েক বছর ওইস্থানে অবাধে বালু উত্তোলন করা হয়। এতে আশেপাশের কৃষিজমি ব্যাপক ক্ষতির আশংকা দেখা দিলেও আওয়ামীলীগ নেতা দুলার দাপটে তাকে কেউ কিছু বলার সাহস পায় না বলে জানা গেছে।