বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন

নলডাঙ্গার শিক্ষক ৪২ বোতল ফেন্সিডিল আটক

নলডাঙ্গার শিক্ষক ৪২ বোতল ফেন্সিডিল আটক

নলডাঙ্গা (সাদুল্লাপুর ) প্রতিনিধি ঃ সাদুল্লাপুর উপজেলার মাসুম বিল্লাহ নামের এক প্রধান শিক্ষককে ৪২ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে জয়পুরহাট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকের পরে তাকে হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়। গত ২৩ এপ্রিল এ ঘটনায় বিজিবি সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মামলা রুজু করে। হাকিমপুর থানার মামলা নং – ১৪। গত সোমবার রাতে হাকিমপুর থানার ডিউটি অফিসার এসব তথ্য নিশ্চিত করে বলেন, জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিক্তিতে হিলি সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৪২ বোতল ফেন্সিডিলসহ মাসুম বিল্লাহকে হাতেনাতে আটক করে থানায় সোপর্দ করে। আটককৃত মাসুম বিল্লাহ সাদুল্লাপুর উপজেলার ২নং নলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একই উপজেলার ধাপেরহাট গ্রামের বাসিন্দা। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত মাসুম বিল্লাহকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে রুজুকৃত মামলার সুত্রে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর জেলহাজতে প্রেরন করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, মাসুম বিল্লাহ উচ্চ শিক্ষিত ও প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক হলেও তিনি শিক্ষকতার অন্তরালে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও বখাটেপনার সাথে জড়িয়ে পড়েন। এমতবস্থায় বিদ্যালয় পরিচালনায় তার বিরুদ্ধে নানা অনিয়ম ও আর্থিক দূর্নীতির অভিযোগ উঠেছে। এরই মধ্যে গত অর্থবছরে বিদ্যালয়ের অবকাঠামো সংস্কারের জন্য স্লিপের ৭০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত টাকা তিনি উত্তোলন করে লোকদেখানো যৎসামান্য দায়সারা গোচের কাজ করে সমুদয় টাকা আত্নসাত করে সেই থেকে লাপাত্তা হয়ে যান। সংশ্লিষ্ট একটি সুত্র জানায়, তার এহেন কর্মকান্ডের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে ওই বিদ্যালয়ে শাস্তিমূলক বদলী করে। এতেও তিনি সংযত না হয়ে আরও বেপরোয়া হয়ে উঠেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com