বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

নদিয়ার বগুলাতে ৫দিন ব্যাপী উৎযাপিত হলো ছাত্র যুব সম্প্রীতি

নদিয়ার বগুলাতে ৫দিন ব্যাপী উৎযাপিত হলো ছাত্র যুব সম্প্রীতি

উৎসব নদিয়া থেকে বিপুল ঘোষঃ নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবর্ষে গত ২০-২৪ জানুয়ারী নদিয়ার বগুলা ডাকবাংলো ময়দানে পাঁচ দিন ব্যাপী ছাত্র যুব সম্প্রীতি উৎসব সাড়ম্বরে উদযাপিত হলো। প্রথম দিনে দলমত নির্বিশেষে সংহতি পদযাত্রার মাধ্যমে উৎসবের সূচনা হয় নেতাজী সুভাষ জন্মোৎসব কমিটির উদ্যোগে। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যাপক ডঃ দেবাশিস ভৌমিক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার ও শিল্পী সৈকত কু-ু। মঞ্চে ছিলেন হাঁসখালি পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পী দাশগুপ্তা, নদিয়া জেলা পরিষদ সদস্য দীপক বসু, হাঁসখালি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ বীরেন্দ্রনাথ মজুমদার এবং বগুলা ১নং ও ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধানদ্বয়সহ বিশিষ্ট অতিথিবৃন্দ । অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করে স্বাগত ভাষণ দেন উৎসব কমিটির সভাপতি শংকর নারায়ণ চক্রবর্তী। এদিন বিভিন্ন ক্ষেত্রে সবিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ নদিয়ার কৃতি গুণীজন হিসাবে সম্বর্ধিত হলেন ডঃ অমৃতলাল কু-ু, অমল ম-ল ,শিবাঙ্কুর বিশ্বাস, তনুশ্রী সিকদার বিশ্বাস, উজ্জ্বল হালদার, স্বপন কুমার বিশ্বাস, সূর্য বিশ্বাস, শ্রীজিৎ সরকার, অর্পিতা ম-ল ও শিখা হালদার। প্রতিদিন সকাল থেকেই আবৃত্তি, কুইজ, বিতর্ক ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়।
২য় দিন ২১ জানুয়ারী নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্রের স্মরণে সান্ধ্যকালীন অনুষ্ঠানে মঞ্চস্থ হলো দলগত নাটক, শ্রুতি নাটক ও নৃত্য নাটক। ৩য় দিন নাট্যকার বাদল সরকারের জন্মশতবর্ষে নাটক ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। ৪র্থ দিন কবি কার্তিক মোদক স্মারক বক্তৃতায় বাংলা কবিতায় নারীর প্রতিবাদ ও বিদ্রোহ বিষয়ে আলোচনা করেন অধ্যাপিকা অঞ্জলি হালদার।
সমাপ্তি দিবসে এবারের কবি কৃত্তিবাস পুরস্কারে সম্মানিত করা হয় প্রখ্যাত সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে । এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন প্রবীণ শিক্ষক ও গবেষক যতীন্দ্রনাথ রায়, নদিয়া জেলা পরিষদ সদস্যা রতœা ঢালী , জেলা সর্বশিক্ষা মিশনের কো-অর্ডিনেটর ডঃ সুজিত কুমার বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবী রতনলাল ভৌমিক, কবি প্রফুল্ল কু-ু, শিক্ষক ও কবি বিপুল কুমার ঘোষ, বিশিষ্ট সাহিত্যপ্রেমী শ্যামল বিশ্বাস প্রমুখ অতিথিবৃন্দ।
পাঁচ দিনের এই মহতী অনুষ্ঠান সুদক্ষভাবে পরিচালনার সাথে সুচারু সঞ্চালনায় সবাইকে মুগ্ধ করেন কমিটির সভাপতি শংকর নারায়ণ চক্রবর্তী। সর্বাঙ্গীন সহযোগিতায় ছিলেন নতুন শতাব্দী পত্রিকার সম্পাদক ও সাহিত্যিক রণজিৎ বিশ্বাস এবং বিশিষ্ট শিল্পী সুলগ্না চক্রবর্তী।

 

 

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com