সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন

নকল সার-কীটনাশক বিক্রিঃ কারাগারে ব্যবসায়ী

নকল সার-কীটনাশক বিক্রিঃ কারাগারে ব্যবসায়ী

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় নকল সার, কীটনাশক ও ধানের বীজ বিক্রির দায়ে বর্ণা কৃষি বিতানের মালিক তারিফুল ইসলামকে তিন মাসের কারাদ- দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও এক মাসের কারাদ- দেওয়া হয়েছে।
গত বুধবার গাইবান্ধা শহরের পুরাতন জেলখানা মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কোম্পানির নকল সামগ্রী জব্দ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আফসানা পারভীন, জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদরুল আলম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যরা।
শহরের খাঁ পাড়ার বর্ণা কৃষি বিতানের গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিজেন্টাসহ অন্যান্য কোম্পানির নকল কীটনাশক দ্রব্যাদি উদ্ধার করা হয়। পরে জব্দকৃত নকল কীটনাশকগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com