বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

ধাপেরহাটে বাড়ী আছে রাস্তা নেই মামলা করেও মিলছে না প্রতিকার

ধাপেরহাটে বাড়ী আছে রাস্তা নেই মামলা করেও মিলছে না প্রতিকার

ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ রাস্তা বিহীন সমস্যায় পরে একটি অসহায় পরিবার চরম বিপাকে দিন কাটাচ্ছে। ভৃক্ত ভুগী পরিবার জানান, এ নিয়ে গ্রামে একাধিকবার শালিশী বৈঠক করেও সুরাহা মেলেনাই। বিবাদীপক্ষ প্রভাবশালী হওয়ায় কোথাও সু-বিচার পাচ্ছেনা অসহায় পরিবারটি। ঘটনাটি সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট গোবিন্দপুর গ্রামের। ঐ গ্রামের মৃত্যু বদরুল আলমের স্ত্রী হালিমা খাতুন নিজ পৈতিক সম্পত্তি যার মৌজা গোবিন্দপুর, জে,এল,নং-১১৮ খতিয়ান নং-১০৯, ১৮৮ দাগের ৩ শতাংশ জমিতে অনুমান ২০ বছর যাবৎ বাড়ীঘর ও রাস্তা নির্মান করে বসবাস সহ চলাচল করে আসছে। বিবাদী একই গ্রামের মৃত্যু আফসার আলীর পুত্র রব্বেল মিয়া ও আলামিন গংরা ২৪ সালের এপ্রিল মাসে পুর্বের শত্রুতা নিয়ে হঠাৎ করেই, হালিমার বাড়ীতে যাতায়াতের রাস্তাটি ইটের প্রাচীর ও টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়।
এ রাস্তা ব্যাতীত হালিমার বাড়ীতে প্রবেশের আর কোন বিকল্প রাস্তা না থাকায় দীর্ঘদিন যাবৎ পরিবার পরিজন নিয়ে দৃর্বিষহ জীবন যাপন করছে।
হালিমা খাতুন বাদী হয়ে গাইবান্ধা জেলা ম্যাজিষ্টেড আদালতে গত মে মাসে একটি পিটিশন মামলা দায়ের করেছে যার নং-৩১২/২৪। বাদীনি অভিযোগ করেছেন, মামলা দায়ের করায় বিবাদী পক্ষ আরো শক্ত অবস্থান নিয়ে তার উপর ভয়ভীতি প্রদর্শনসহ আরো অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে।
মামলাটি তদন্ত করেছেন তৎকালীন ধাপেরহাট ইউনিয়নে কর্মরত ভুমি অফিসার। বাদীনির দাবী তহশিলদার ঘটনাস্থলে না এসেই, প্রভাবশালী বিবাদীদের পক্ষ নিয়ে অফিসে বসে মনগড়া প্রতিবেদন দাখিল করেছেন। বাদী ও এলাকাবাসী, সরেজমিনে তদন্ত করে সুষ্ট বিচার দাবী করেছেন। যথাযথ কর্তৃপক্ষের সু-নজর দাবী করেছেন এলাকার সচেতন মহল।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com