রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন

ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

পলাশবাড়ী প্রতিনিধি: পলাশবাড়ী উপজেলায় ধর্ষণ মামলার আসামি আজাদুল ইসলামকে (৬৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বিজ্ঞ আদালত এ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিলে তিনি আদালতে আত্মসমর্পণ না করে দীর্ঘ দিন পলাতক ছিলেন।
গত শনিবার সন্ধ্যায় র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে-অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানানো হয়। গ্রেফতারকৃত আসামি পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের ফজলুল হক ওরফে ফজল আকনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকেল ৩টার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে অভিযান পরিচালনা করে। এ সময় পলাশবাড়ীর হরিনাথপুর এলাকা থেকে আসামি আজাদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ঢাকার সবুজবাগ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামি আজাদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে বিজ্ঞ আদালত। তখন থেকে আদালতে আত্মসমর্পণ না করে পলাতক ছিলেন তিনি। এবার এই আসামিকে গ্রেফতার করে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com