বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন

দৈনিক ঘাঘটে পরীক্ষা কেন্দ্রে নকলের খবর প্রকাশের পর তদন্ত কমিটি গঠন

দৈনিক ঘাঘটে পরীক্ষা কেন্দ্রে নকলের খবর প্রকাশের পর তদন্ত কমিটি গঠন

সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার কামালেরপাড়া উচ্চ বিদ্যালয় পিএসসি পরীক্ষা কেন্দ্রে নকল এক মাত্র ভরসাঃ দেখার কেউ নেই শীর্ষক সংবাদ ২৫ নভেম্বর দৈনিক ঘাঘটে প্রকাশ হলে গতকাল ৩ সদস্যের কমিটি গঠন করেছেন সাঘাটা উপজেলা প্রশাসন । এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল মন্ডলের সাথে কথা বললে তিনি জানান, এই নিউজের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠনের জন্য সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে । বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীবকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে । কমিটির অপর ২ সদস্যদের নাম এবং কত কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেয়া হবে তা বিস্তারিত পরে জানানো হবে । অপরদিকে খবরটি প্রকাশের পরে টনক নড়েছে নকল সরবারাহকারীদের মাঝে । তারা সাংবাদিকদের নামে মিথ্যা মামলাসহ নানা ভাবে হয়রানি করার হুমকি দিচ্ছেন ।
উল্লেখ, গত রোববার সারাদেশের মতো গাইবান্ধাতেও পিএসসি গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সরেজমিনে সাঘাটা উপজেলার কামালেরপাড়া উচ্চ বিদ্যালয় পিএসসি পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা গেছে এ যেন মাছের বাজার। পরীক্ষার্থীদের নকল সরবরাহ করতে শতশত অভিভাবক কেন্দ্রের আশে পাশে ঘুরাফেরা করছেন। একটু সময় পেলেই তারা নকলের চিরকুট হাতে ধরে দিচ্ছেন। কেন্দ্রের দায়িত্বে থাকা পরিদর্শক-শিক্ষকরা যেন নির্বাক। কেউ কোনো প্রতিবাদ তো দূরের কথা পারলে নকল করার সহায়তা করছেন। অধিকাংশ পরীক্ষার্থী প্রকাশ্যে নকল করলেও কেন্দ্র ইনচার্জের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মামুন অর রশিদ ও কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কামালেরপাড়া উচ্চ বিদ্যালয় পিএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব শাহিনুর ইসলাম সাজু কোনো পদক্ষেপ নেয়নি। পরীক্ষার কোনো পারিবেশ নেই এ কেন্দ্রে এমন অভিযোগ করেছেন সচেতন মহল ।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com