মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক ঘাঘট পত্রিকার প্রতিনিধিদের সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় গাইবান্ধা নাট্য সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) এর হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দৈনিক ঘাঘট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুস সামাদ সরকার বাবু। এতে গাইবান্ধার বিভিন্ন উপজেলার প্রতিনিধিগণ উপস্থিত থেকে মতামত তুলে ধরেন। শুরুতেই পত্রিকার মানোন্নয়নে বক্তব্য রাখেন পত্রিকার বার্তা সম্পাদক মোঃ আসাদুজ্জামান মামুন। এই মতবিনিময় সভায় গোবিন্দগঞ্জ প্রতিনিধি জাহিদুর রহমান প্রধান টুকু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন স্টাফ রিপোর্টার শাহ আলম সরকার, রাসেল আহমেদ, ময়নুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি নুর হোসেন রেইন, সুন্দরগঞ্জ প্রতিনিধি আব্দুল মতিন সরকার, গোবিন্দগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সর্দ্দার, বোনারপাড়া প্রতিনিধি আবু সাঈদ, সাঘাটা প্রতিনিধি মশিউর রহমান, উল্লা বাজার প্রতিনিধি জিল্লুর রহমান, সাহিতিক প্রতিনিধি আলহাজ্ব এম জাহীদ চৌধুরী লিংকন, সুন্দরগঞ্জ প্রতিনিধি বেলাল হোসেন, কম্পিউটার অপারেটর আলী আজম প্রমুখ।
মতবিনিময় সভায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুস সামাদ সরকার বাবু বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে পাহাড় পরিমাণ সমস্যা মোকাবেলা করে সাফল্যের সঙ্গে দৈনিক ঘাঘট নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে। কাক ডাকা ভোরে গণমানুষের হাতে তুলে দেওয়ায় দৈনিক ঘাঘট আজ ভিত শক্ত করে অবস্থান করছে। তাই আজ দৈনিক ঘাঘট গণমানুষের মুখপত্রে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, দৈনিক ঘাঘট খুব শীঘ্রই ডিজিটাল প্লাটফর্মে সারাদেশে তুলে ধরবে এই প্রত্যাশা রাখেন । এ জন্য তিনি ঘাঘট পত্রিকার প্রতিনিধিদের আরও দায়িত্বশীল হয়ে বস্তনিষ্ঠ নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করার আহবান জানান। উল্লেখ্য আগামী ১২ সেপ্টেম্বর পত্রিকাটির ৩৬ বছর পর্দাপণ করবে। এ উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর সোমবার সফলভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার সিদ্ধান্ত গৃহিত হয়।