বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন

দেশে কোনো করোনা ভাইরাস নেই -ডেপুটি স্পিকার

দেশে কোনো করোনা ভাইরাস নেই -ডেপুটি স্পিকার

Digital Camera

সাঘাটা প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, দেশের মানুষ নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তারা করোনা ভাইরাসকে ভয় পায় না । দেশে কোনো করোনা ভাইরাস নেই, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারন নেই। তিনি আরো বলেন, সাঘাটা ফুলছড়ির মানুষ নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারদের অনেকেই অর্থঅভাবে ঢাকায় চিকিৎসা নিতে পারে না। তাই এসব অসহায় গরীবদের চিকিৎসা সেবার জন্য প্রতিবছরের ন্যায় এবারো আমি ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছি।
গতকাল বৃহস্পতিবার গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া গ্রামে মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে ডেপুটি স্পিকারের উদ্যোগে দাতব্য চিকিৎসালয়ে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফ্রি হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন, প্রফেসর ডাঃ কাজী দ্বীন মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন, ডা. বদরুল আলম লাড্ডু, ডা. মোঃ ফেরদৌস রাব্বী, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান ডা. জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন প্রমুখ।
২৫ জন বিশেষজ্ঞ ডাক্তারগণ দিনব্যাপী প্রায় ৫ হাজার গরিব অসহায় রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com