বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গোৎসব। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব পালনের জন্য যথাযথভাবে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখা, গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাহফুজা খানম মিতা, সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, লিগ্যাল এইড সম্পাদক নিয়াজ আক্তার ইয়াসমিন, জেলা শাখার সদস্য সম্পা দেব।