বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন

দুর্যোগ সহনীয় ঘর পেয়ে আনন্দিত ভিক্ষুক শুকুর আলী

দুর্যোগ সহনীয় ঘর পেয়ে আনন্দিত ভিক্ষুক শুকুর আলী

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ জমি আছে ঘর নাই প্রধানমন্ত্রীর তহবিল থেকে দূর্যোগ সহনীয় ঘর পেয়ে আনন্দিত হয়েছে সুন্দরগঞ্জের ভিক্ষুক ইসমাইল হোসেন শুকুর। ২০১৯-২০২০ইং অর্থ বছরের সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫৪টি দূর্যোগ সহনীয় ঘর সরকারিভাবে বরাদ্দ দেয়া হয়। শান্তিরাম ইউনিয়নের পূর্ব শান্তিরাম গ্রামের ভিক্ষুক শুকুকে সরকারিভাবে দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা ব্যয়ে একটি ঘর নির্মাণ করে দেয়া হয়। সরকারি ঘর পেয়ে শুকু খুবেই আনন্দিত। ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম জানান আমার ইউনিয়নে ২টি ঘর পেয়েছি। ১টি ভিক্ষুককে দিয়েছি আর ১টি নর সুন্দরকে দিয়েছি। তারা ঘর পেয়ে অত্যান্ত খুশি হয়েছে। এদিকে কঞ্চিবাড়ী গ্রামের বিধুবা সাহাজাদি বেগম জানান বিনাখরছে এই ঘর পেয়ে আমরা খুশি হয়েছি। তাই প্রধান-মন্ত্রীকে ধন্যবাদ জানাই। ইউপি চেয়ারম্যান মনোয়ার আলম জানান আমার ইউনিয়নে তিনটি ঘর পেয়েছি, ঘর গুলর মান অত্যান্ত ভাল। এ ব্যাপারে কথা হয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিশ মন্ডলের সাথে। তিনি জানান হতদরিদ্র, অসহায় মানুষদের মাঝে ৫৪ টি ঘর মানসম্পন্নভাবে নির্মাণ করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com