শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৩৯ পূর্বাহ্ন

দারিয়াপুরে হাট আন্দোলনে ৪ সিপিবি নেতা বেকসুর খালাস

দারিয়াপুরে হাট আন্দোলনে ৪ সিপিবি নেতা বেকসুর খালাস

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার হাটের টোল আদায় আন্দোলনে মিথ্যা মামলায় বেকসুর খালাস পেলেন সিপিবির চার নেতা। গতকাল অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটে নজরুল ইসলামের আদালতে মামলা প্রমাণিত না হওয়ায় জেলা সিপিবি সাধারণ সম্পাদক মোস্তাফিুজর রহমান মুকুল, জেলা কমিটির সদস্য ময়নুল কবির মন্ডল, সন্তোষ বর্মন ও আলি আজমকে আদালত বেকসুর খালাস দেয়।
আসামী পক্ষের এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু জানান, ২০০৬ সালে দারিয়াপুর তহসিল অফিসের তৎকালীন তহসিলদার খয়বার হোসেন বাদি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি আমরা মিথ্যা প্রমাণ করতে সক্ষম হয়েছি। মামলার রায়ে আদালত চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।
জানা গেছে, সেসময় জেলা সিপিবির সভাপতি মিহির ঘোষসহ ১২জনের বিরুদ্ধে দারিয়াপুর তহসিল অফিসের তৎকালীন তহসিলদার খয়বার হোসেন বাদি হয়ে তহসিল অফিস ভাঙ্গচুরের অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিহির ঘোষকে বাদ দিয়ে ১১জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। পরবর্তীতে আদালত চার্জ গঠনের সময় আরও ৬জনকে বাদ দিয়ে মামলা পরিচালনা করে। ৫ জনের মধ্যে লালু মোদক নামে আসামির মৃত্যু হলে তাকে বাদ দিয়ে ৪জনের বিরুদ্ধে মামলার শুনানিসহ সাক্ষ্য প্রমাণ শুরু হয়। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত গতকাল চারজনকে বেকসুর খালাস দেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com