শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধি : সাদুল্লাপুর উপজেলার দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী মাহিন ইসলাম (১১)। চলতি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অংক দৌড় প্রতিযোগীতায় অংশগ্রহণ করে বিভাগ পর্যায়েও প্রথম হয়েছে। আগামী ২৪ মে জাতীয় পর্যায়ে ঢাকায় অংশ নিবে এই শিক্ষার্থী। তার এই কৃতিত্ব ধরে রাখতে আর্থিক সহযোগি করে পাশে দাঁড়িয়েছেন জামালপুর ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর গ্রামের ইদ্রিস ইসলাম ও মর্জিনা বেগম দম্পতির ছেলে মাহিন ইসলামের বাড়িতে গিয়ে খোঁজখবর নেওয়াসহ আর্থিক সহায়তা প্রদান করেন ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ।
এসময় উপস্থিত ছিলেন, খোর্দ্দ রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফেরদৌস প্রধান, শিক্ষক লাভলু মিয়া, আবু হেনা মো. সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য নুরুন্নবী প্রধান, আবুল কালাম আজাদসহ অনেকে।