বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
ভ্রাম্যমান প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে বসতবাড়ির বাউন্ডারী ভাংচুর ও গাছ কর্তন করেছে প্রতিপক্ষের লোকজন।
অভিযোগে জানা যায়, সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামের জামিরুল ইসলাম ও তার স্ত্রী মেরিনা বেগমের সাথে জেনারুল ওরফে জাহিদ, জিয়াউর রহমান পিতাঃ মোজাফফর, মোসলেম উদ্দিন ও তাপসী গংদের জমি নিয়ে বিবাদ চলে আসছিল । দীর্ঘদিন থেকে জামিরুল ইসলাম ও তার স্ত্রীঃ মেরিনা বেগম বসত ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। ঘটনার দিন গত মঙ্গলবার ভোরে জেনারুল ওরফে জাহিদ,
জিয়াউর, মোসলেম উদ্দিন, তাপসী বেগম। জামিরুল ইসলাম ও তার স্ত্রী মেরিনা বেগমের ভোগ দখলিয় বসত বাড়ির জমিতে অনধিকার প্রবেশ করে। লাঠি ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জামিরুলের বসতবড়ির বাউন্ডারি ভাংচুর করে। ৬ টি আমের গাছ, ৩টি লিচু, ২টি লেবু, ২টি পেঁপের গাছ এবং মাল্টার গাছ ভাংচুর করে। এসব কাজে বাঁধা দিলে তারা মেরিনা বেগম ও তার স্বামী জামিরুলকে হত্যার হুমকি দেয়। বর্তমানে জামিরুল ও মেরিনা বেগম চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।