বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ তুলসীঘাট শামসুল হক ডিগ্রী (অনার্স) কলেজের গভর্ণিংবডির অভিষেক উপলক্ষে গতকাল রোববার দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহদেব কুমার প্রামানিকের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন কলেজ গভর্ণিংবডির সভাপতি অ্যাডঃ সেকেন্দার আজম আনাম, বিদ্যুৎসাহী সদস্য ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ একরামুল হক খান, উপাধ্যক্ষ নুরে আলম মোস্তফা, সহকারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম মন্ডল প্রমুখ।
এর আগে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান ওই কলেজের সভাপতি অ্যাডঃ সেকেন্দার আজম আনামকে শপথ বাক্য পাঠ করান। শেষে সভাপতি বিদ্যুৎসাহী সদস্যদের শপথ বাক্য পাঠ করান।