বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আম বয়ানের মধ্যদিয়ে গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বাদ ফজর তুলশীঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয় মাঠে ইজতেমা শুরু হয়। ইজতেমার দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জুমার নামাজে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেয়। সকাল ১০টা থেকে ইজতেমা মাঠে মুসল্লিদের ঢল নামতে থাকে। একসঙ্গে বড় জামাতে জুমার নামাজ আদায় করে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করেন। গাইবান্ধা জেলার আশপাশের জেলা ও উপজেলা থেকে মুসল্লিরা ইজতেমায় উপস্থিত হন। আজ শনিবার বেলা ১২ টায় আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
ইজতেমায় আসা হুমায়ন চৌধুরী বলেন, গত বছরও গাইবান্ধায় ইজতেমায় জুমার নামাজ পড়েছি। এবারও অনেক মানুষের সঙ্গে নামাজ আদায় করলাম। খুব ভালো লাগছে নামাজ আদায়ের পর। এতো মানুষের সঙ্গে নামাজ আদায় করার তৌফিক দান করেছেন।
পলাশবাড়ী থেকে আসা রাজু মিয়া বলেন, সুযোগ পেলে এরকম বড় জামাতে নামাজ আদায় করার চেষ্টা করি। খুব ভালো লাগছে।