সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

তিস্তা সেতুর নামকরণ মওলানা ভাসানী সেতু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

তিস্তা সেতুর নামকরণ মওলানা ভাসানী সেতু নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

সুুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-কুড়িগ্রামের চিলমারি উপজেলার সঙ্গে সংযোগকারি সড়কে তিস্তা নদীর উপর ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ তিস্তা পিসি গার্ডার সেতুর নামকরণ ‘মওলানা ভাসানী সেতু’ নিয়ে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকাবাসির মাঝে।
গত ১০ আগষ্ট পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামীম বেপারী স্বাক্ষরিত এক চিঠিতে সেতুর নামকরণের বিষয়টি জানা গেছে। তবে সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী বলেন সেতুর নামকরণ সংক্রান্ত কোন চিঠি তাঁর দপ্তরে আসে নাই। তিনি আরও বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি চিঠি দেখা গেছে।
এদিকে এবার সেতু উদ্বোধনের দিনক্ষণ এগিয়ে আগামী ২৫ আগষ্ট এর পরিবর্তে ২০ আগষ্ট নির্ধারণ করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকৌশলী।
উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম বলেন, এভাবে বার বার সেতু উদ্বোধনের তারিখ এভাবে পরিবর্তন করা হচ্ছে কেন? দেশের এই পেক্ষপট আগামী ২০ আগষ্ট সেতুটি উদ্বোধন হবে কিনা, তার কোন গ্যারান্টি নেই। বিষয়টি নিয়ে দুই জেলা বাসির মাঝে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। তাছাড়া সেতুটির নামকরণ ‘মওলানা ভাসানী সেতু’ করার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকাবাসির মাঝে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীরবাজার-কুড়িগ্রামের চিলমারি উপজেলা সদরের সঙ্গে সংযোগকারি সড়কে তিস্তা নদীর উপর ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ করছেন চায়না ঠিকাদারী প্রতিষ্ঠান। সেতুটি নির্মাণে অর্থ প্রদান করছেন সৌদি ডেভেলোপম্যান্ট ফান্ড। এতে ব্যয়হবে ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা।
তিস্তা সেতু বাস্তবায়ন আন্দোলনের নেতা প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষক আ.ব.ম শরিওতুল্লাহ মাষ্টার বলেন, ২০০০ সাল থেকে তিস্তা সেতু বাস্তবায়ন আন্দোলন শুরু কর হয়। ২০১২ সালে এসে তিস্তা সেতু নির্মাণ আলোর মুখ দেখতে শুরু করে। এর পর সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল ইসলাম প্রামানিকের সার্বিক সহযোগিতায় ২০১৪ সালে সেতুটির নির্মাণ কাজের সুচনা হয়।
দ্বিতীয় বারের মত ২০২০ সালের ৬ জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর- চিলমারি উপজেলা সদরের সঙ্গে সংযোগকারি সড়কে তিস্তা নদীর উপর ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ (দ্বিতীয়সংশোধীত) প্রকল্প অনুমোদন দেয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com