বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন

তিন সাঁওতাল হত্যায় সাবেক এমপি কালামকে গ্রেফতার ও বিচার দাবি

তিন সাঁওতাল হত্যায় সাবেক এমপি কালামকে গ্রেফতার ও বিচার দাবি

স্টাফ রিপোর্টারঃ দশ বছরেও গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যার বিচার হয়নি, বাস্তবায়িত হয়নি কোনো আশার বাণী। নির্যাতনের শিকার আদিবাসী সাঁওতালরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। উপরন্তু নতুন করে সাঁওতালদের বাড়িতে আক্রমণ করছে ভূমিদস্যুরা। সাঁওতাল পল্লীতে সশস্ত্র হামলা, নিপীড়ন, অগ্নিসংযোগ, লুটপাট, হত্যার মামলায় আসামি সাবেক এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদকে গ্রেফতার ও সম্প্রতি ব্রিটিশ সরেনের বাড়িতে অগ্নিসংযোগকারী ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।
গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) এর সামনে গতকাল শনিবার অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা এ দাবি জানান। আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ফিলিমন বাস্কে, ওয়াজিউর রহমান রাফেল, মোহাম্মদ আলী প্রামাণিক, রজতকান্তি বর্মন, প্রবীর চক্রবর্ত্তী, গোলাম রব্বানী মুসা, কুশলাশীষ চক্রবর্ত্তী সাগর, মনির হোসেন সুইট, মোর্শেদ হাবীব দীপন, ব্রিটিশ সরেন প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com