মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম

তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ উত্তরাঞ্চলের মানুষ বেঁচে থাকার আশা জাগানো মানুষের জীবনযাত্রা নিয়ে তিনদিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল সোমবার বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
আলোকচিত্রী সৈকত মজুমদারের আলোকচিত্র নিয়ে আয়োজিত এই চিত্র প্রদর্শনীতে এক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোঃ মোশাররফ হোসেন, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান এবং সম্মানীয় অতিথি ছিলেন শিক্ষাবিদ সাহিত্যিক অধ্যাপক মাজহার-উল মান্নান ও জিইউকে রেডিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জিইউকের নির্বাহী প্রধান এম আবদুস সালাম ও শুভেচ্ছা বক্তব্য দেন কনসার্ন ওয়াল্ড ওয়াইড এর ডেপুটি ডিরেক্টর মেরী রশিদ।
এই প্রদর্শনী ৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। চিত্র প্রদর্শনী সকলের উন্মুক্ত।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com