সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটূক্তির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল হয়েছে। জেলা যুবদল এই বিক্ষোভের আয়োজন করে।
মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু প্রমুখ। মিছিলে জেলার সাত উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।