মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার গাইবান্ধা জেলা নারী বিভাগ, হেফজুত তাওহীদ এর উদ্যোগে এ আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেফজুত তাওহীদ কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা, ঢাকা বিভাগীয় মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা ইসলাম এবং রংপুর বিভাগীয় মহিলা বিষয়ক সম্পাদক উম্মে হানি ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুধীর সমাজকর্মী বেগম রানেয়া গিনি, সাবেক মহিলা কাউন্সিলর মাহফুজা খান মিতা, সাবেক কাউন্সিলর আঞ্জুমারা বেগম, নাট্য ও সাংস্কৃতিক সংগঠক মাধবী সরকারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীর যথাযথ অধিকার ও মর্যাদা নিশ্চিত হয়। তারা নারী জাগরণ ও সমাজ সংস্কারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভার সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা নারী বিভাগের সভাপতি রহিমা বেগম।