বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ অপরাহ্ন

জেলা যুবদল সভাপতিকে হত্যা চেষ্টাঃ পলাশবাড়ীতে সাবেক এমপিসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের

জেলা যুবদল সভাপতিকে হত্যা চেষ্টাঃ পলাশবাড়ীতে সাবেক এমপিসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের

পলাশবাড়ী প্রতিনিধিঃ গাইবান্ধা-৩ আসনের সাবেক এমপি অ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতির নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা জেলা যুবদল সভাপতি রাগীব হাসান চৌধুরীকে হত্যা চেষ্টায় পলাশবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মামলার বিবরণে প্রকাশ, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের মালিকানাধীন পৌরশহরে (নুনিয়াগাড়ী) থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিগত ১৯/০৯/২০২০ সালে সাবেক এমপি স্মৃতির নির্দেশে থানা যুবদল কর্মী সমাবেশ চলাকালীন এদিন দুপুর ১২টায় চিহিৃত ৪৬ জনসহ অজ্ঞাতনামা আরো ৪০ থেকে ৫০ জন আসামী ককটেল, হাত বোমা, ধারালো অস্ত্র, ক্রীচ, বেকী, রামদা, হকষ্টীক, লোহার রড-পাইপ ও বাঁশের লাঠিসহ মারাত্মক অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সামিকুল ইসলাম লিপন, আ’লীগ নেতা রফিকুল ইসলাম ও মিনু মিয়া গংদের হাতে থাকা ককটেল অফিসের প্রবেশ গেইটে নিক্ষেপ করে। এতে সমাবেশে যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উপস্থিত নেতাকর্মীরা প্রাণ রক্ষার্থে দিক-বিদ্বিক ছুটাছুটি করতে থাকে। ওই সময় তেড়ে আসা আওয়ামী লীগ নেতাকর্মীরা জেলা যুবদল সভাপতি রাগীব হাসান চৌধুরীকে হত্যার চেষ্টায় মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম করে। এছাড়াও জেলা যুবদল সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন ও সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক ভুট্টুসহ বেশকয়েকজন মারাত্মক আহত হন।
ঘটনার প্রায় ৫ বছর পর সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শামিকুল ইসলাম লিপন, আ’লীগ নেতা বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ আ.লীগ দলীয় ৫৬ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে পলাশবাড়ী উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহাম্মেদ বাদী হয়ে (নং-৪, তাং- ০৩-০২-২০২৫) পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। থানা অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলী ভুট্টু মামলা দায়েয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com