মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য গাইবান্ধা জেলা বিএনপি’র সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এছাড়াও প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলের নেতাকর্মীকে তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এর আগে দৈনিক আমার দেশ পত্রিকাসহ কয়েকটি পত্রিকায় বিএনপির বড় পদ কিনলেন আঃলীগের ডামি প্রার্থী শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তি ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পোস্ট দিয়েছেন এবং আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করেছেন।