শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও পিপি আহসানুল করিম লাচুকে (৬৪) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত লাচু পৌর শহরের শাপলাপাড়া এলাকার মৃত শামসুল মন্ডলের ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার তিনি আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।