রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
ময়নুল ইসলাম : গতকাল গাইবান্ধা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপের নিয়ম রক্ষার ম্যাচে জীবন, ফাহিম মোর্শেদ ও সাব্বিরের হ্যাট্রিকে সুন্দরগঞ্জ উপজেলাকে রেকর্ড ১৭-০ গোলের ব্যবধানে হারিয়েছে গোবিন্দগঞ্জ উপজেলা দল।
ম্যাচে হ্যাট্রিকসহ ৪ গোল করে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন গোবিন্দগঞ্জের স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন।
উল্লেখ্য, গোবিন্দগঞ্জ গ্রুপ পর্বের ৩ ম্যাচেই জয়লাভ করে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে,
অন্যদিকে টানা ৩ ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে খালি হাতেই ফিরতে হলো সাবেক চ্যাম্পিয়ন সুন্দরগঞ্জকে।
এদিকে আগামী ৩ তারিখে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোকাবেলা করবে গাইবান্ধা সদর উপজেলা ও সাঘাটা উপজেলা ফুটবল টিম।