রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
ময়নুল ইসলাম : গতকাল গাইবান্ধা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ডু অর ডাই ম্যাচে গাইবান্ধা পৌরসভা দল ৩-০ গোলে পলাশবাড়ী উপজেলাকে পরাজিত করে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করে। গাইবান্ধা পৌরসভা দলের পক্ষে একটি করে গোল করেন অস্থির সজিব, ইসানুর রহমান ও মোহাম্মদ ওমর বাহ। পুরো ম্যাচে দুর্দান্ত খেলে সেরা খেলোয়ার নির্বাচিত হন অস্থির সজীব। দুই দলের এই ম্যাচ উপভোগ করতে জেলা স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকে পরিপুর্ন। অসংখ্য ফুটবলপ্রেমী করতালি আর স্লোগানে উজ্জীবিত করেন যা মাঠে উৎসবমুখর পরিবেশে খেলা শেষ হয়। দলের দারুন এই জয়ে খুশি গাইবান্ধা পৌরসভা দলের কোচ রফিকুল ইসলাম লুলু। খেলায় ধারাবিবরণীতে ছিলেন মিজানুর রহমান, রবিউল ইসলাম ও রফিকুল ইসলাম।