বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে জেলা জামায়াত কার্যালয়ের গাইবান্ধা দারুল আমান ট্রাষ্টে গতকাল শনিবার দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের সঞ্চালনায় উক্ত শিক্ষাশিবিরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর, বিশিষ্ট চিকিৎসক ডাঃ আব্দুর রহিম সরকার, জেলা নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি মোঃ ফয়সাল কবির রানা, জেলা মানবস¤পদ ও বাইতুলমাল সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম মন্ডল, জেলা কর্মপরিষদ সদস্য ও পৌর আমীর অধ্যাপক এ.কে.এম ফেরদৌস আলম, ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা সভাপতি মোঃ ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।