শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন

জেলায় ১ হাজার ৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান

জেলায় ১ হাজার ৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান

স্টাফ রিপোর্টারঃ মুজিববর্ষ উপলক্ষে গতকাল রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ ও জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। দ্বিতীয় পর্যায়ে আশ্রয়ন প্রকল্পের আওতায় সারাদেশে ৫৩ হাজার ৩শ’ ৫৪টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়। এরমধ্যে গাইবান্ধা জেলার সাতটি উপজেলায় ১ হাজার ৪টি পরিবারের মধ্যে জমি ও গৃহ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানটি গণভবন থেকে জাতীয় সম্প্রচার মাধ্যমগুলো সরাসরি একযোগে প্রচার করা হয়।
এদিকে গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে তাঁর পক্ষে সদর উপজেলার ভুমিহীন ও গৃহহীন ১০০ জন পরিবারের মধ্যে ঘরের ঘরের চাবি এবং জমির কবুলিয়ত দলিল, নামজারী খতিয়ান, ডিসিআরের কপি এবং ঘর প্রদানের সনদ সমন্বয়ে সজ্জিত ফোল্ডার হস্তান্তর করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র মোঃ মতলুবর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু প্রমুখ। এছাড়া অন্যান্য উপজেলাতে প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তারা ঘরের চাবি ও জমির কবুলিয়ত দলিল, নামজারী খতিয়ান, ডিসিআরের কপি এবং ঘর প্রদানের সনদ সমন্বয়ে সজ্জিত ফোল্ডার হস্তান্তর করেন।
২য় পর্যায়ে এই আশ্রয়ন প্রকল্পের আওতায় একই সাথে অন্যান্য উপজেলার মধ্যে সুন্দরগঞ্জে ১৬০টি, গোবিন্দগঞ্জে ২৩০টি, সাদুল্যাপুরে ২০০টি, ফুলছড়িতে ২৬০টি, সাঘাটায় ৪০টি ও পলাশবাড়ীতে ২৪টি জমি ও ঘর হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২য় পর্যায়ে এ জেলায় সর্বমোট ১ হাজার ৪৩০টি গৃহ নির্মাণের জন্য ২৭ কোটি ১৭ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। বরাদ্দকৃত ১ হাজার ৪৩০টি গৃহের মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ২০০টি, সুন্দরগঞ্জে ২০০টি, গোবিন্দগঞ্জে ৩৫০টি, সাদুল্যাপুরে ২০০টি, ফুলছড়িতে ৩৬০টি, সাঘাটায় ৮০টি ও পলাশবাড়ী উপজেলায় ৪০টি। অবশিষ্ট ৪২৬টি গৃহের নির্মাণ কাজ ৩০ জুনের মধ্যে সম্পন্ন করা হবে।
এছাড়াও জেলা শিল্পকলা একাডেমির ভিডিও কনফারেন্সে সকল উপকারভোগী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাঘাটা প্রতিনিধি ঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে গাইবান্ধার সাঘাটা উপজলার ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে জমি ও গৃহ প্রদত্ত কার্যক্রম-২য় পর্যায় এর দলিল আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে।
গতকাল রবিবার সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তুহিন হোসেন উক্ত দলিল উপকারভোগীদেরকে প্রদান করেন।
এ সময় সাঘাটা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীব, পল্লী উন্নয়ন কর্মকর্তা নাহিদুর রহমান নাহিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার সরকার, উপজেলা যুবলীগ সভাপতি হারুন-অর-রশিদ হিরু প্রমুখ উপস্থিত ছিলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com