সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: এক শহীদ এক বৃক্ষ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানে ৬ শহীদদের স্মরণে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে গাইবান্ধা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়জ্জম আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ আব্দুর রশিদ মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদ আল হাসান, সহকারী কমিশনার (এনডিসি) সাব্বির আহমেদ, সামাজিক বনায়ন জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এইচ.এম শরিফুল ইসলাম মন্ডল ও শহীদ সুজন মিয়ার সহধর্মিণী লাইজু আক্তারসহ জুলাই যোদ্ধাগণ।