মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম

জুতা ব্যবসায়ী হাসান হত্যা মামলার সব আসামি বেকসুর খালাস

জুতা ব্যবসায়ী হাসান হত্যা মামলার সব আসামি বেকসুর খালাস

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় আলোচিত জুতা ব্যবসায়ী হাসান হত্যা মামলার রায় প্রদান করেছেন আদালত। দীর্ঘ শুনানি শেষে গত সোমবার রায় দেন গাইবান্ধা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবীর। রায়ে প্রধান আসামি মাসুদ রানাসহ অভিযুক্ত সব আসামিকে এ মামলা থেকে বেকসুর খালাস দেয় আদালত।
এর আগে গাইবান্ধা শহরের গোরস্থানপাড়া এলাকার জুতা ব্যবসায়ী হাসান আলীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে গত ২০২১ সালের ১১ এপ্রিল গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন নিহতের স্ত্রী বিথী বেগম।
মামলায় উল্লেখ করেন, প্রধান আসামি মাসুদ রানার শারীরিক ও মানসিক নির্যাতনে হাসান আলী মারা যায়। এ মামলায় তিনজনকে আসামি করা হয়।
পুলিশ তদন্ত করে এ মামলার চার্জশিট জমা দেন আদালতে। আদালত সাক্ষীর সাক্ষ্য ও ঘটনার পারিপার্শ্বিক ঘটনাবলী একত্রে বিশ্লেষণ করে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয় মামলার বাদীপক্ষের আইনজীবীরা।
তবে আদালতে সাক্ষী গ্রহণকালে মামলার বাদী বিথী বেগম স্বীকার করেন, তার স্বামী হাসান আলীকে আত্মহত্যা করার জন্য কেউই তাকে প্ররোচনা দেননি।
খালাসপ্রাপ্ত মামলার প্রধান আসামি মাসুদ রানা বলেন, হাসান আলী তার ব্যবসা পরিচালনা করার সময়ে বিভিন্ন ভাবে ঋণগ্রস্ত হন। সেই টাকার জন্য পাওনাদাররা হাসান আলীকে চাপ দেয়। তাদের চাপে হাসান আলী আমার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। একপর্যায়ে তিনি আত্মহত্যা করেন। পরে আমার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেয়। এ মামলায় আমার অপূরণীয় ক্ষতি হয়েছে। সামাজিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আমি। ময়নাতদন্তের প্রতিবেদন আসে আত্মহত্যা।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com