রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : জিএম চৌধুরী মিঠু, যিনি শুধু একটি নাম নন, একটি আদর্শের প্রতিচ্ছবি। তিনি স্বপ্ন দেখতেন এমন এক বাংলাদেশের, যেখানে মৌলবাদের কোনো স্থান নেই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে এবং যেখানে সমাজের মূল ভিত্তি হবে উদারতা ও অসাম্প্রদায়িকতা। তার এই স্বপ্ন কেবল ব্যক্তিগত আকাঙ্খা ছিল না বরং ছিল একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও প্রগতিশীল জাতি গঠনের গভীর প্রত্যয়।
গতকাল গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জিএম চৌধুরী মিঠুর প্রয়াণে নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন।
নাগরিক শোকসভা আয়োজক কমিটির আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে অনুষ্ঠানে কালো ব্যাজ ধারণ, প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, শোক বইতে শোকানুভূতি লেখা, নীরবতা পালন, নিবেদিত গান-কবিতা পাঠ ও স্মৃতিচারণ-আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক-ক্রীড়া ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা। এসময় প্রয়াত মিঠুর পুত্র-কন্যাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক ও লেখক গোবিন্দলাল দাস, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক মইনুল ইসলাম পল, সাহিত্যিক সুলতান উদ্দিন আহমেদ, গাইবান্ধা আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, রাজনীতিক রেবতী মোহন বর্মন, লেখক রুপম রশিদ, সাবেক বাসদ নেতা শহীদুল ইসলাম, রাজনীতিক আহসানুল হাবীব সাঈদ, জিয়াউল হক জনি, প্রয়াত মিঠুর বন্ধু সমাজকর্মী গোলাম রব্বানী মুসা ও প্রবীর চক্রবর্তী, রাজনীতিক মঞ্জুর আলম মিঠু, রাজনীতিক আব্দুল্যাহ আদিল নান্নু, সাংস্কৃতিককর্মী আলমগীর কবীর বাদল, আলাল আহমেদ, শাহ আলম বাবলু, শামীম খন্দকার, মানিক বাহার, জুলফিকার চঞ্চল, শফিকুল ইসলাম রুবেল, নারীনেত্রী সাংবাদিক রিক্তু প্রসাদ, উদীচীর মিতা হাসান, চেম্বারের পরিচালক সুজন প্রসাদ, শুভানুধ্যায়ী উৎপল সাহা ও কৃষিবিদ মোস্তফা নুরুল ইসলাম রেজা, উন্নয়নকর্মী মোদাচ্ছেরুজ্জামান মিলু এবং প্রয়াত জিএম চৌধুরী মিঠুর পরিবারের পক্ষে তাঁর বড় ভাই শামীম চৌধুরী। শোকসভায় নিবেদিত কবিতা পাঠ করেন কবি দেবাশীষ দাশ দেবু, রজতকান্তি বর্মন ও শিরিন আক্তার। নাগরিক শোকসভা সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা সাংবাদিক কায়সার রহমান রোমেল।