বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মৃত্যুদ- বাতিল করে অবিলম্বে মুক্তি ও দলের নিবন্ধন ফিরে পাওয়ার দাবিতে গতকাল বিকেলে জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা আমীর আব্দুল করিম সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ও ডাঃ আব্দুর রহিম সরকার। সমাবেশ পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সুন্দরগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাজেদুর রহমান, পলাশবাড়ী উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি মোঃ ফেরদৌস সরকার রুম্মান, সৈয়দ রোকনুজ্জামান, মোঃ ফয়সাল কবির রানা, নুরুন্নবী প্রধান, অধ্যাপক একেএম ফেরদৌস আলম, আমীর মাওলানা নুরুল ইসলাম মন্ডল, আমীর অধ্যাপক শহীদুল ইসলাম মঞ্জু, আমীর মাস্টার আবুল হোসেন, আবু বকর সিদ্দিক, মাওলানা ইব্রাহিম হোসেন, এরশাদুল হক ইমন, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দেশ থেকে স্বৈরাচার বিদায় হলেও তাদের দোসরদের কারণে দীর্ঘদিন থেকে মিথ্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত হয়ে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজাহারুল ইসলামের মুক্তি হয়নি। তারা আরও বলেন, দেশ দ্বিতীয়বারের মত স্বাধীন হলেও অনেক নেতাকর্মীর মুক্তি হলেও এখনও এই নেতার মুক্তি না হওয়ায় আমরা বিস্ময় প্রকাশ করছি। বক্তারা তাঁর অবিলম্বে মুক্তির জন্যে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান।