মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার সকালে গাইবান্ধা জেলা কার্যালয়, দারুল আমান ট্রাস্টে ২০২৫-২০২৬ সেশনের জন্য নির্বাচিত উপজেলা আমীরদের শপথ অনুষ্ঠান স¤পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর মোঃ আব্দুল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার।
শপথ অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি মোঃ ফয়সাল কবির, জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি নুরুন্নবী প্রধান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুর রহমানসহ জেলা নেতৃবৃন্দ।