বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গতকাল গাইবান্ধার দারুল আমান ট্রাস্টে জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি জহুরুল হক সরকারের সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান সহ জেলা কর্মপরিষদ ও শুরা সদস্য এবং উপজেলা আমীর ও সেক্রাটারি গণ উপস্থিত ছিলেন।
আগামী ২৪ ডিসেম্বর গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান।