সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

আশুলিয়ায় শিক্ষার্থী হত্যা চেষ্টার মামলায় গিনির ৩ দিনের রিমান্ড

আশুলিয়ায় শিক্ষার্থী হত্যা চেষ্টার মামলায় গিনির ৩ দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টারঃ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় রবিউস সানি শিপু নামের এক শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ মাহবুব আরা বেগম গিনিকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম এই রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল সকালে মাহবুব আরা বেগম গিনিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মজিবর রহমান ভূইয়া ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। বিকেলে শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
গত সোমবার দিবাগত রাতে মাহবুব আরা বেগম গিনিকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়।
গত ৪ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে যোগ দেন মামলার বাদী রবিউস সানি শিপু। আশুলিয়ার বাইপাইল এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিতে রবিউস সানি শিপু আহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাঁকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাঁকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসা শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শিপু।.

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com