শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৪০ অপরাহ্ন

জাতীয় শোক দিবসে জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি গ্রহন

জাতীয় শোক দিবসে জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি গ্রহন

স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৫ আগস্ট ৪৫তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে গতকাল বুধবার গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আবদুল মতিনের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার্স মোঃ আবু খায়ের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর কবির, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল হারুন বাবলু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, এনএসআই’এর উপ-পরিচালক, গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হোসেন আলী, জেলা তথ্য অফিসার মোঃ হায়দার আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আজমল হক, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সূর্য বকসী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, রেডিও সারাবেলার কৃষ্ণ কমল প্রমুখ।
সভায় ১৫ আগস্ট শোক দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি ভবনে সূর্যদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনিমিত করণ, সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন, ৯টা ৩০ মিনেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, বাদ জোহর সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিল। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন প্রকাশিত ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’ বইটি সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ, ১১টায় রচনা, সংগীত, চিত্রাংকন ও বই পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, ১১টা ৩০ মিনিটে সার্কিট হাউস চত্বরে বৃক্ষ রোপন, সন্ধ্যা সাড়ে ৭টায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কালিমন্দিরে বিশেষ প্রার্থনা ও আলোচনা। এছাড়া শহীদ মিনার চত্বরে তথ্য বিভাগ কর্তৃক বঙ্গবন্ধুর জীবন ও ৭ই মার্চের ভাষণের উপর চলচিত্র প্রদর্শনী প্রচারিত হবে।
সভায় আরও আলোচিত হয় যে, বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সৃজনশীল বাংলাদেশের সহযোগিতায় ‘বঙ্গবন্ধুর কারাগারে রোজনামা’র বইটি অনলাইনে পাঠ ও প্রশ্ন উত্তর প্রতিযোগিতার আয়োজন করেছে। এছাড়া জেলা শিল্পকলা একাডেমি বঙ্গবন্ধুর উপর সংগীত, কবিতা আবৃত্তি, ৭ই মার্চের ভাষণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতির চিত্রাংকন প্রতিযোগিতা, জেলা শিক্ষা অফিস এ উপলক্ষে ১০০ শব্দের আমার মুজিব শীর্ষক রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতা, ইসলামিক ফাউন্ডেশন কেরাত প্রতিযোগিতা এবং শিশু একাডেমি নানা কর্মসূচী গ্রহণ করেছে। জেলা তথ্য অফিস জেলায় মাসব্যাপী প্রামাণ্য চিত্র প্রদর্শণী, জেলা শহরের পৌর পার্ক ও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে বিশেষ বিলবোর্ড স্থাপন ও পোস্টার লাগানোর কর্মসূচী গ্রহণ করেছে। এদিকে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক গাইবান্ধার বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী প্রমতোষ সাহার একান্ত ব্যক্তিগত উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যতিক্রমধর্মী এক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর আওতায় প্রতিদিন রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবি, সাংস্কৃতিক কর্মী, শ্রমিক সংগঠনের নেতৃবন্দৃসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার একজন মানুষ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করবে। এছাড়া গাইবান্ধার রেডিও সারাবেলা দিবসটির কর্মসূচীর প্রচারসহ এ উপলক্ষে নানা কর্মসূচী প্রচার করবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com