মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গত ২৬ অক্টোবর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট রমনা পার্কের বিপরীতে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় কবিতা মঞ্চ ও ইরান কালচারাল সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত কবি সম্মাননা সনদ পেলেন খুলনার খালিশপুরের কবি মোঃ রহমত আলী।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ডঃ আ.ফ.ম. খালিদ হোসেন। বিশেষ অতিথি রাষ্ট্রদূত ইরান সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী। কবি মাহমুদুল হাসান নিজামী সভাপতি জাতীয় কবিতা মঞ্চ এবং দেশের বিশিষ্ট বুদ্ধিজীবি কবি সাহিত্যিক বৃন্দদের উপস্থিতে খুলনা থেকে অংশ গ্রহণকারী কবি রহমত আলী সম্মাননা সনদ অর্জনে খুলনার সুনাম অর্জন হয়েছে বলে মনে করেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক গীতি কবি চিত্রশিল্পী মিলন বিশ্বাস।