সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, ইলিয়াস হোসেন, মোশাররফ হোসেন বাবু, অ্যাডঃ মনজুর মোর্শেদ বাবু, আনিসুর রহমান নাদিম, রাগিব হাসান চৌধুরী, ইউনুস আলী দুখু, খন্দকার আল আমিন, শামীম আহমেদ পলাশ, খন্দকার জাকারিয়া আলম জিম, নাহিদুজ্জামান নিশাদ, মমিন মন্ডল, শামীম রেজা, আলম মিয়া, উজ্জল হক, গোলাম আজম প্রমুখ।